কুলাউড়ায় অটোরিক্সা উল্টে চালক নিহত

স্টাফ রিপোর্ট ::
কুলাউড়া উপজেলায় জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাহ আলম (৪০) নামক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১১ জানুয়ারি রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত শাহ আলম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার কুরুকাওনিয়া গ্রামের কাশেম আলীর ছেলে। তিনি কুলাউড়ার মনসুর এলাকায় বসবাস করে ব্যাটারিচালিত অটোরিক্সা চালাতেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এব্যাপারে থানায় অফমৃত্যু মামলা হয়েছে।#
৩৩ Views